১. ঋণ প্রদান করা হয়।
২. প্রসিক্ষন প্রদান করা হয়
৩. গ্রামের হত দরিদ্র ৬০ মহিলার ২ মাস ব্যাপী বিভিন্ন ট্রেডে (সেলাই, সতরঞ্জি, এ্যামবোডারি, পাট জাত দ্রব্যের) প্রশিক্ষণ প্রদান করা হয়।
৪. মহিলাদের নিয়ে সমিতি করে তাদেরকে ঋণ প্রদান করা হয়।
৫. আত্ত-কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি সহ দরিদ্র জন গোস্টীকে সাবলম্বী করার প্রচেষ্টা অব্যাহত আছে।
৬. একটি বাড়ি একটি খামার প্রকল্পের কুড়িগ্রাম সদর উপজেলায় চারটি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৯*৪=৩৬ টি গ্রাম উন্নয়ন সমিতি রয়েছে। মোট উপকারভোগী সদস্য সংখ্যা ২১৬০ জন। সদস্যদের জমাকৃত সঞ্চয়ের দিগুন অর্থাৎ মাসে ২০০ টাকা জমা করিলে ২০০ টাকা উৎসাহ সঞ্চয় বোনাস প্রদান কর হয় । এছারাও সহজ শর্তে ঋণ প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS